সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
দ্বিতীয় হিজরী শতকের শুরুর দিকে মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার ফযীলত মুবারক উপলব্ধি করে আজীবন মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার নিয়ত করা
, ১৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
কিতাবে বর্ণিত রয়েছেন,
قَالَ حَضْرَتْ عَـبْدُ اللهِ بْنُ عِـيْسَى الْاَنْصَارِىُّ اَلْكُـوْفِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ كَانَتْ بِـجَوَارِىِّ اِمْراَةٌ صَالِـحَةٌ وَلَـهَا وَلَدٌ صَالِحٌ فَكَانَتْ فَـقِـيْـرَةً لَا شَىْءَ لَـهَا اِلَّا دِيْنَارًا وَاحِدًا مِنْ ثَـمَنِ غَزْلِـهَا فَمَاتَتْ وَكَانَ ذٰلِكَ الْوَلَدُ يَقُوْلُ هٰذَا مِنْ ثَـمَنِ غَزْلِ اُمِّىْ وَاللهِ لَا اَصْرِفُهٗ اِلَّا فِـىْ اَمْرِ الْاٰخِرَةِ وَخَرَجَ ذَاتَ يَوْمٍ فِـىْ حَاجَةٍ لَّهٗ فَمَرَّ بِقَوْمٍ يَقْرَؤُوْنَ الْقُرْاٰنَ وَعَمِلُوْا مَوْلِدَ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـىْ رَبِـيْعِ الاَوَّلِ فَجَلَسَ عِنْدَهُمْ وَسَـمِعَ ذٰلِكَ ثُـمَّ نَامَ فِـىْ لَيْلَتِهٖ فَرَاٰى فِـىْ مَنَامِهٖ كَانَ الْقِيَامَةُ قَدْ قَامَتْ وَكَانَ مُنَادٍ يُـنَادِىْ اَيْنَ فُـلَانُ بْنُ فُلَانٍ يَذْكُـرُ جَـمَاعَةً فَسَاقَهُمْ اِلَـى الْـجَنَّةِ وَذٰلِكَ الشَّابُّ مَعَهُمْ وَقَالَ الْـمُنَادِىْ اِنَّ اللهَ جَعَلَ لِكُلٍّ مِّـنْكُمْ قَصْرًا فِـى الْـجَنَّةِ فَدَخَلَ ذٰلِكَ الشَّابُّ قَصْرًا لَـمْ يَرَ اَحْسَنَ مِنْهُ وَالْـحُوْرُ الْعِـيْـنُ فِـيْـهِ كَـثِـيْـرَةٌ وَعَلـٰى اَبْوَابِهٖ خُدَّامٌ وَبَاقِـى الْقُصُوْرِ اَلْطَفُ مِنَ الْقَصْرِ الَّذِىْ دَخَلَ فِـيْهِ فَاَرَادَ الدُّخُوْلَ فِـيْهِ فَلَمَّا هَمَّ بِالدُّخُوْلِ قَالَ لَهُ الْـخُدَّامُ لَـيْسَ هٰذَا لَكَ وَاِنَّـمَا هُوَ لِلَّذِىْ عَمِلَ مَوْلِدَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا اَصْبَحَ ذٰلِكَ الشَّابُّ صَرَفَ ذٰلِكَ الدِّيْنَارَ عَلـٰى مَوْلِدِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْحًا بِرُؤْيَاهُ وَجَـمَعَ الْفُقَرَاءَ يَذْكُـرُوْنَ اللهَ وَيَقْرَؤُوْنَ الْقُراٰنَ وَمَوْلِدَهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَصَّ عَلَى الْـجَمَاعَةِ رُؤْيَاهُ فَفَرِحُوْا بِذٰلِكَ وَنَذَرَ اَنْ لَّا يَقْطَعَ مَوْلِدَ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادَامَ حَيًّا ثُـمَّ نَامَ فَرَاٰى اُمَّهٗ فِـى الْـمَنَامِ فِـىْ هَيْئَةٍ حَسَنَةٍ وَفِـىْ حُـلَـلٍ مِّنْ حُـلَـلِ الْـجَنَّةِ وَلَـهَا رَائِحَةُ الْـجَنَّةِ وَقَـبَّـلَ يَـدَهَا وَهِىَ قَـبَّـلَتْ رَأْسَهٗ وَقَالَتْ جَزَاكَ اللهُ خَـيْـرًا يَا وَلَدِىْ لَقَدْ اَتَانِــىْ مَلَكٌ وَاَعْطَانِـىْ هٰذِهِ الْـحُـلَـلَ فَقَالَ لَـهَا مِنْ اَيْنَ لَكِ هٰذِهِ الْكَــرَامَةُ فَقَالَتْ لِاَنَّكَ قَدْ صَنَعْتَ بِالدِّيْـنَارِ الَّذِىْ وَرِثْـتَـهٗ مِنِّـىْ مَوْلِدَ سَـيِّـدِ الْاَوَّلِـيْـنَ وَالْاٰخِرِيْنَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهٰذَا جَزَاءُ مَنْ عَظَّمَ نَـبِـيَّـهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَمِلَ مَوْلِدَهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে ঈসা আনছারী কূফী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ১৩০ হিজরী) তিনি বলেন, আমার প্রতিবেশীদের মধ্যে একজন নেককার-পরহেযগার মহিলা ছিলেন। আর উনার একজন নেককার ছেলে ছিলেন। ঐ মহিলা তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। উনার নিকট মাত্র একটি দীনার ছিলো যা তিনি সূতা কাটার বিনিময়ে উপার্জন করেছিলেন। অতঃপর তিনি ইন্তেকাল করেন। আর উনার ঐ ছেলে তিনি (দীনারটি ওয়ারিসস্বত্ত হিসেবে লাভ করেন। তিনি) বলেন, এই দীনারটি আমার সম্মানিতা মাতা উনার সূতা কাটার বিনিময়ে অর্থাৎ অনেক কষ্টের বিনিময়ে উপার্জিত সম্পদ। মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি এই দীনারটি পরকালের আমল ব্যতীত অন্য কোনো কাজে খরচ করবো না। একদিন ছেলেটি উনার প্রয়োজনীয় কাজে বের হয়ে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করেন, যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছিলেন এবং সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাসে মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করছিলেন। সুবহানাল্লাহ! তখন ছেলেটি উনাদের নিকট বসেন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক শুনেন। সুবহানাল্লাহ! তারপর তিনি (মাহফিল মুবারক থেকে এসে) রাতে ঘুমিয়ে যান। তখন তিনি স্বপ্নে দেখেন যে, ক্বিয়ামত সংঘটিত হয়ে গেছে। একজন ঘোষণাকারী একটি দলকে উল্লেখ করে ঘোষণা দিচ্ছেন, অমুকের ছেলে অমুক কোথায়? এরপর উনাদেরকে সম্মানিত জান্নাত মুবারক উনার দিকে অত্যন্ত সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো। আর ঐ যুবক তিনি উনাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ! ঘোষণাকারী তিনি বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আপনাদের প্রত্যেকের জন্য সম্মানিত জান্নাত মুবারক উনার মধ্যে একটি করে সম্মানিত বালাখানা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ! তখন ঐ যুবক তিনি এমন একটি সম্মানিত বালাখানা উনার মধ্যে প্রবেশ করলেন, যার থেকে উত্তম প্রাসাদ তিনি কখনো দেখেননি। আর সেখানে ডাগর চোখ বিশিষ্ট অনেক হূর রয়েছেন এবং প্রত্যেকটি প্রবেশ দ্বারে অনেক খাদিম-খুদ্দাম রয়েছেন। তিনি যেই সম্মানিত বালাখানা উনার মধ্যে প্রবেশ করেছেন উনার চেয়ে অধিক চমৎকার, মনোরম আরো অনেকগুলো সম্মানিত বালাখানা রয়েছেন। তখন তিনি সেই সম্মানিত বালাখানা উনাদের মধ্যে প্রবেশ করার ইচ্ছা করলেন। অতঃপর যখন তিনি সেখানে প্রবেশ করতে চাইলেন, তখন উনাকে খাদিম-খুদ্দাম উনারা বললেন, এটা আপনার জন্য নয়। প্রকৃতপক্ষে এই সম্মানিত বালাখানা যাঁরা মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেছেন শুধুমাত্র উনাদের জন্য। সুবহানাল্লাহ! তারপর যখন সকাল হলো, তখন ঐ যুবক তিনি উনার স্বপ্ন অনুযায়ী মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করে ঐ দীনারটি খরচ করলেন, সম্মানিত মাহফিল মুবারক উনার ইন্তিযাম করলেন। সেখানে তিনি সূফী-দরবেশ, ওলীআল্লাহ উনাদেরকে একত্রিত করলেন, যাঁরা মহান আল্লাহ পাক উনার যিকির-আযকার করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন এবং মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন। সুবহানাল্লাহ! অর্থাৎ যুবকটি সূফী-দরবেশ, ওলীআল্লাহ উনাদেরকে একত্রিত করে সকলে মিলে মহান আল্লাহ পাক উনার যিকির-আযকার, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত এবং মাওলিদ শরীফ বা মীলাদ শরীফ পাঠ করার মাধ্যমে মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করলেন। সুবহানাল্লাহ! আর তিনি যা স্বপ্নে দেখেছেন সেটা উনাদের নিকট বর্ণনা করলেন। তখন উনারা সেটা শুনে খুশি প্রকাশ করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে, যত দিন জীবিত থাকবেন, তত দিন মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করবেন, কখনও বন্ধ করবেন না। সুবহানাল্লাহ! তারপর ছেলেটি ঘুমিয়ে গেলেন। তখন তিনি স্বপ্নে উনার সম্মানিতা মাতা উনাকে অত্যন্ত সুন্দর আকৃতিতে সম্মানিত জান্নাতী পোশাক পরিহিত অবস্থায় দেখেন। সুবহানাল্লাহ! উনার থেকে সম্মানিত জান্নাতী সুঘ্রাণ ছড়াচ্ছেন। ঐ ছেলেটি উনার সম্মানিতা মাতা উনার হাতে বুছা দিলেন আর উনার সম্মানিতা মাতা তিনি উনার কপালে বুছা দিলেন এবং বললেন, ‘মহান আল্লাহ পাক তিনি আপনাকে উত্তম প্রতিদান দান করুন! হে আমার প্রিয় সন্তান! আমার নিকট একজন হযরত ফেরেশতা আলাইহিস সালাম তিনি এসে এ সকল সম্মানিত জান্নাতী পোশাক মুবারকসমূহ আমাকে দিয়েছেন। ’ সুবহানাল্লাহ! তখন সেই ছেলে তিনি উনার সম্মানিতা মাতা উনাকে বললেন, ‘এই সম্মান-মর্যাদা আপনার জন্য কোথা থেকে আসলো? অর্থাৎ আপনি কি কারণে এই সম্মান-মর্যাদা-মর্তবা মুবারক লাভ করলেন?’ তিনি বললেন, ‘আপনি আমার পক্ষ থেকে ওয়ারিসস্বত্ত হিসেবে যেই দীনারটি পেয়েছিলেন, সেটা দিয়ে আপনি মাওলিদু সাইয়্যিদিল আউওয়ালীন ওয়াল আখিরীন বা মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেছেন। যার ফলে আমি এই সম্মান-মর্যাদা-মর্তবা মুবারক লাভ করেছি। সুবহানাল্লাহ! আর যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মান করেন এবং মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন, এটাই হচ্ছেন উনার প্রতিদান’। ” সুবহানাল্লাহ! (তারগীবুল মুশতাক্বীন ৪র্থ পৃষ্ঠা, মীযানুল ই’তিদাল ফী বায়ানি হাক্কি ওয়াদ্ দ্বলাল, তারগীবুল মু’মিনীন)
ওহাবী, খারিজী, বাতিল ফিরক্বার লোকেরা এবং হক্বপন্থী দাবীদার যারা বলেছে এবং বলে থাকে যে, ‘মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক’ কুরূনে ছালাছায় ছিলো না। ’ এই ঘটনা মুবারক দ্বারা তাদের সেই বক্তব্য ভুল হিসেবে প্রমাণিত হলো। তার পাশাপাশি এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেলো যে, বর্তমানে যেভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানার্থে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাসে লোকজন একত্রিত হয়ে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করে থাকেন এবং তাবারুকের ব্যবস্থা করে থাকেন, কুরূনে ছালাছায়ও সেভাবে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাসে লোকজন একত্রিত হয়ে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করতেন এবং তাবারুকের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়; তখনই সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক উনার গুরুত্ব ও ফযীলত মুবারক উপলব্ধি করে লোকজন আজীবন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করার নিয়ত করেছেন এবং মাহফিল মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই, কোনো যুগই মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা থেকে খালি ছিলো না। যারা বলে ‘মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক কুরূনে ছালাছায় ছিলো না। ’ তাদের বক্তব্য সম্পূর্ণরূপে ভুল ও অশুদ্ধ। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত লেখা হবে ইনশাআল্লাহ।
আর এই ঘটনা মুবারক থেকে আরো একটি বিষয় সুস্পষ্ট হয়ে গেলো যে, মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনকারীদের জন্য আলাদাভাবে বিশেষ জান্নাত মুবারক রয়েছেন। সেখানে শুধু যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন উনারাই প্রবেশ করবেন। অন্য কেউ সেই বিশেষ জান্নাত মুবারক-এ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ! তাছাড়া মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনকারী ব্যক্তি তো বিশেষ নেয়ামত মুবারক লাভ করবেনই; শুধু তাই নয়, এমনকি সন্তানদের মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার কারণে তার বাবা-মা এবং পূর্বপুরুষ উনারাও সম্মানিত জান্নাত মুবারক-এ বিশেষ নেয়ামত মুবারক লাভ করবেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত মহাসম্মানিত ১২ খলীফা আলাইহিমুস সালাম (৪)
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বর্ণিত ‘আন নাবিয়্যিল উম্মিয়্যি’ উনার হাক্বীক্বী অর্থ ও তাফসীর মুবারক এবং এ বিষয়ে বদ আক্বীদাহধারীদের কুফরীমূলক বক্তব্যের দলীলভিত্তিক খন্ডনমূলক জবাব (৭)
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৬)
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক সম্পর্কিত সংশ্লিষ্ট কতিপয় আয়াত শরীফ (১৯)
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত মহাসম্মানিত ১২ খলীফা আলাইহিমুস সালাম (৩)
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বর্ণিত ‘আন নাবিয়্যিল উম্মিয়্যি’ উনার হাক্বীক্বী অর্থ ও তাফসীর মুবারক এবং এ বিষয়ে বদ আক্বীদাহধারীদের কুফরীমূলক বক্তব্যের দলীলভিত্তিক খন্ডনমূলক জবাব (৬)
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক সম্পর্কিত সংশ্লিষ্ট কতিপয় আয়াত শরীফ (১৮)
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত মহাসম্মানিত ১২ খলীফা আলাইহিমুস সালাম (২)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বর্ণিত ‘আন নাবিয়্যিল উম্মিয়্যি’ উনার হাক্বীক্বী অর্থ ও তাফসীর মুবারক এবং এ বিষয়ে বদ আক্বীদাহধারীদের কুফরীমূলক বক্তব্যের দলীলভিত্তিক খন্ডনমূলক জবাব (৫)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় বা লেখনীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (২)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৫)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক সম্পর্কিত সংশ্লিষ্ট কতিপয় আয়াত শরীফ (১৭)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)