দেশজুড়ে আবারও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে
-শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে শিক্ষকরাও -পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলে আহত শতাধিক -গ্রেফতার হয়েছেন আরও বহু আন্দোলনকারী
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
হাইকোর্টের সামনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। হাইকোর্টের সামনে শিক্ষা অধিকার চত্বরে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন। কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে অবস্থানকারীদের কয়েক দফা ধস্তাধস্তিও হয়। পুলিশ পাঁচ শিক্ষার্থীকে আটক করলেও উপস্থিত জনতার বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন হাইকোর্টের সামনে। পরে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থীর বলেন, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা যখন হাইকোর্টের সামনে আসেন তখন তিন শিক্ষার্থীকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তোলে। পরে আরও দুজনকে আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থী, আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মিলে পুলিশের গাড়ি আটকে দেয় এবং আটকের প্রতিবাদ জানায়। প্রায় একঘণ্টা পর একপর্যায়ে তাদের বাধার মুখে পুলিশ সেই দুজনকে জনকে ছেড়ে দেয়। এরপর আগে আটক হওয়া তিন জনকেও পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানতে পেরেছি। তবে তা আমরা এখনও নিশ্চিত না। এরপর থেকে বেশ কয়েক দফা আইনজীবী, শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
রাবি’তে ছাত্রদের হয়রানি বন্ধে শিক্ষকদের অবস্থান কর্মসূচি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবির কথা জানিয়েছেন।
অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ৯ দফার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে। ৯ দফা না মানা হলে তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের ওয়াহিদ বলেন, ‘কোটাপ্রথার আন্দোলন একটা পর্যায়ে এসে খুব অস্থির অবস্থার দিকে দেশকে নিয়ে যায়। এতে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। এ জন্য তাদের অন্তর কাঁদছে। এই রক্তপাত হয়তো এড়ানো যেত। সবার জানা, একটি মহল এ আন্দোলনকে কেন্দ্র করে তাঁদের লেবাস পর্যন্ত পরিবর্তন করেছে। তাদেরই অনেক সহকর্মী বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।’
সিলেটে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা:
সিলেটে মার্চ ফর জাস্টিসে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল ইয়াওমুল আরবিয়া বুধবার (৩১ জুলাই) এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর সুবিদ বাজার পয়েন্টে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে পেছন থেকে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই সমাবেশ করেন তারা।
গাজীপুরে পুলিশি লাঠিচার্জ শিক্ষার্থীদের উপর:
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি মোড় এলাকা অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুর ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
নরসিংদীতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা:
ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার ও যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। এসমসয় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে।
জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে। এসময়, বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে, পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারীরা।
খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৩১ জুলাই) দুপুরে মহানগরীর রয়েল মোড় ও সাতরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত রাস্তার মোড়ে থাকা পুলিশের দুটি গাড়ি পিছু হটলেও দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরুর পর পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছাত্রদেরকে ছাত্রভঙ্গ করে দেয়।
বাকৃবিতে শিক্ষকদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
শিক্ষার্থী হত্যা ও নিপীড়ন বন্ধ, গণগ্রেপ্তার বন্ধ, হত্যাকা-ে জড়িতদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ এবং অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষকদের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন বাকৃবির শিক্ষকবৃন্দ।
গতকাল বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে কর্মসূচি পালনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা প্ল্যাকার্ড হাতে একত্রিত হন।
গণগ্রেপ্তার বন্ধ করো, মার্চ ফর জাস্টিস, বিচার হতেই হবে, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও এবং স্টুডেন্টস ব্লাড ম্যাটারসহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষকবৃন্দের হাতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডেঙ্গুতে মারা গেলো আরও ৯ জন -হাসপাতালে ভর্তি ১২১৪ জন
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরা মৌসুম ও আমদানি শুল্ক প্রত্যাহার, তবু কমছে না চালের দাম
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি তেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব -সিপিডি
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নারিকেল দ্বীপে কড়াকড়ি আরোপ, হতাশ দ্বীপবাসী -‘নিজ দেশে ভিসা নিয়ে বিদেশ ভ্রমণ করার মতো সিদ্ধান্ত’
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে শাস্তি বাড়িয়ে মৃত্যুদ- করার পরামর্শ হাইকোর্টের
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সশস্ত্র বাহিনী দিবস আজ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদের দূরবর্তী অংশে অগ্ন্যুৎপাত
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই জেলে
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুর্বল কারখানা বন্ধ করবে সরকার, বাছাই করতে হচ্ছে কমিটি
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)