টাকা দিয়ে রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টায় ‘হরকাতুল জিহাদ’
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় ৯ লাখের বেশি রোহিঙ্গা। পাঁচ বছর পেরিয়ে এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে। কিন্তু মানবিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন বর্তমানে ‘বিষফোড়া’হিসেবে রূপ নিচ্ছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে তারা। জড়িয়ে পড়ছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও। আর রোহিঙ্গাদের দলে ভেড়াতে তৎপর সন্ত্রাসী সংগঠনগুলোও।
এরইমধ্যে রোহিঙ্গাদের দলে ভেড়াতে সাহায্য-সহযোগিতার আড়ালে আর্থিক সহায়তা দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। সংগঠনটি ২০১৭ থেকে ২০২২ সাল পাঁচ বছর পর্যন্ত গোপনে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আর্থিক সহায়তা দিলেও তা প্রকাশ পায় গত ২৮ জানুয়ারি।
রোহিঙ্গাদের সমন্বয়ে পাহাড়ে প্রশিক্ষণ শিবির গড়ে তোলার পরিকল্পাও নেয় সংগঠনটি। তাদের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে দেশে বড় ধরনের নাশকতার মাধ্যমে নতুন করে হরকাতুল জিহাদের অস্তিত্ব জানান দেওয়া।
সম্প্রতি হরকাতুল জিহাদের ছয় সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য জানতে পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
নতুন সন্ত্রাসী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ (৪৪) ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার মৃধা ওরফে আলমকে সম্প্রতি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানের বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্টদের নতুন করে ভাবাচ্ছে।
সিটিটিসি জানায়, রোহিঙ্গাদের টাকা দিতে হুজি নেতা ফখরুল ইসলাম ও তার ছেলে সাইফুল ইসলাম অন্য সদস্যদের নিয়ে একাধিকবার কক্সবাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান। তারা রোহিঙ্গাদের সংগঠনে সম্পৃক্ত করতে মাঠে নামেন। ওই কার্যক্রমের অংশ হিসেবে রোহিঙ্গাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে তাদের বিভিন্ন সময় মোটা অংকের টাকা অনুদান দেন। টাকার লোভে হুজি নেতা ফখরুলের নেতৃত্বে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের।
গত ২৩ জানুয়ারি ভোরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন বনাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে নতুন সন্ত্রাসী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অন্যতম শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং সংগঠনের বোমা বিশেষজ্ঞ আবুল বাশারকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তাদের অবস্থান শনাক্তের পর অভিযান শুরু করে র্যাব।
র্যাব জানায়, এখন পর্যন্ত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫৫ জন বিভিন্ন পর্যায়ের নেতা ও সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২০২১ সাল থেকে এ সন্ত্রাসী সংগঠনকে সহায়তা এবং সামরিক প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ জন নেতা ও সদস্যকে গ্রেফতার করা হয়। যার ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগঠনটির সামরিক শাখার প্রধান কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে বলে জানা যায়। যার পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে সামরিক শাখার প্রধানসহ দুজনকে গ্রেফতার করা হয়।
রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া ও তারা যেসব এলাকায় বসবাস করে সেখানে পরিবেশ এবং সামাজিক ভারসাম্যহীনতার বোঝা বহন করছে বাংলাদেশ। যদি এ সংকট দ্রুত সমাধান না করা যায় তাহলে এ অঞ্চল ও এর বাইরে নিরাপত্তা সমস্যা তৈরি হতে পারে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা করছে সরকার।
জানতে চাইলে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মুহম্মদ আসাদুজ্জামান বলেন, যে কোনো সন্ত্রাসী সংগঠনের প্রধান উদ্দেশ্যে থাকে সদস্য রিক্রুট করা। এ জন্য হুজি চেয়েছিল আর্থিক সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের তাদের দলে ভেড়াতে। গত পাঁচ বছরে রোহিঙ্গাদের ১০ লাখ টাকা আর্থিক সহায়তা করেছে হুজি। এ টাকা কোথা থেকে এলো, কারা দিয়েছে, কীভাবে দেওয়া হয়েছে সেসব নিয়ে কাজ চলমান।
রোহিঙ্গা ক্যাম্পে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে জানিয়ে সিটিটিসি প্রধান বলেন, কোনো সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গাদের তাদের দলে ভেড়াতে পারবে না। আমরা কিছু নাম পেয়েছি, তালিকা করে সেগুলো নিয়ে কাজ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৫ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারত থেকে বাংলাদেশি নারীর বিনিময়ে আসে গরু
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্য উঠলেও আবারও শৈত্যপ্রবাহের সময় জানালো আবহাওয়া অফিস
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে ধ্বংস করেছে
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিদিন গড়ে ২৫০ বিদেশির আবেদন
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন:
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন পার্বত্য জেলার ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পঁচিশে ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগের
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুল হলে নিউজ না করে আমাদের জানান, ঠিক করে নেব -সিইসি
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শক্তিশালী ‘পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব আইজিপির
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারিনি -সালাহউদ্দিন
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)