চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (৩)
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আল হিলাল
পূর্বে উল্লেখিত শর্তগুলো মেনে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাব্যতা যাচাই করে কেবল বাংলাদেশ, পাকিস্তান ও ওমান ২৯তম দিন শেষে চাঁদ তালাশের আয়োজন করে থাকে। বাকি অন্যান্য দেশ সম্মানিত শরীয়ত বিরোধী বিভিন্ন মনগড়া পদ্ধতিতে আরবী মাস গণনা করে থাকে। নিম্নে বিভিন্ন দেশের মনগড়া পদ্ধতিগুলো ছকের মাধ্যমে তুলে ধরা হলো-
দেশ চাঁদ দেখার মনগড়া পদ্ধতি গ্রহণযোগ্যতা
সউদী আরব ইসলামী মাস নির্ধারণে সউদী আরব এ পর্যন্ত ৪টি মনগড়া পদ্ধতি ব্যবহার করেছে :
১. প্রথম মনগড়া পদ্ধতি (১৯৫০-১৯৭২ ঈসায়ী) : সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তরেখার ৯০ উপরে অবস্থান করলে মাস শুরু করতো। সউদী আরব এই সকল মনগড়া পদ্ধতি ব্যবহার করার ফলে ৯৯ ভাগ সময়েই সঠিক তারিখে মাস শুরু হয় না।
দেশ চাঁদ দেখার মনগড়া পদ্ধতি গ্রহণযোগ্যতা
২. দ্বিতীয় মনগড়া পদ্ধতি (১৯৭৩-১৯৯৮ ঈসায়ী) : মধ্য রাতের পূর্বে অমাবস্যা সংঘটিত হলে পরের দিন থেকে নতুন মাস শুরু হতো। আবার সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১২ ঘণ্টার বেশি হলে নতুন মাস শুরু করতো।
৩. তৃতীয় মনগড়া পদ্ধতি (১৯৯৮/৯৯-২০০১ ঈসায়ী) : সূর্যাস্তের ১ মিনিট পরেও চন্দ্র অস্ত গেলে নতুন মাস শুরু করতো।
৪. চতুর্থ মনগড়া পদ্ধতি (২০০৩ ঈসায়ী-বর্তমান সময় পর্যন্ত) : যদি সূর্যাস্তের পর চন্দ্র অস্ত যায় এবং সূর্যাস্তের পূর্বে অমাবস্যা সংঘটিত হয়, তবে পরের দিন থেকে নতুন মাস শুরু করে।
সউদী আরব এবং তার অনুসরণকারী দেশ দেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি সিদ্ধান্ত শরীয়তের অনুকূলে হলে গ্রহণযোগ্য নতুবা নয়।
আলজেরিয়া, তিউনিসিয়া যে তারিখে জিরোমুন বা অমাবস্যা সংগঠিত হয় তার পরের তারিখ থেকে নতুন আরবী মাস গণনা শুরু। এ পদ্ধতিতে আরবী মাস সঠিক তারিখে শুরু হয় না।
মিশর সূর্য অস্ত যাওয়ার এক থেকে পাঁচ মিনিট পর চন্দ্র অস্ত গেলে নতুন মাস শুরু করে। সূর্য অস্ত যাওয়ার ১-৫ মিনিট পর অস্তমিত চাঁদ দৃশ্যমান হয় না।
উচুঁ অক্ষাংশের কিছু দেশ (সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড) চাঁদের বয়স ১৫ ঘণ্টা অথবা তার বেশি। চাঁদের বয়স ১৭ ঘণ্টার কম হলে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
দেশ চাঁদ দেখার মনগড়া পদ্ধতি গ্রহণযোগ্যতা
কোন কোন দেশে এ পদ্ধতি পূর্বে ব্যবহৃত হয়েছে সূর্য অস্ত যাওয়ার ৩০-৫০ মিনিট পর চন্দ্র অস্ত গেলে নতুন মাস নির্ধারিত হয়।
উচুঁ অক্ষাংশের দেশে সূর্য অস্ত যাওয়ার ১ ঘণ্টা পরেও চন্দ্র অস্ত গেলে সে চাঁদ দৃশ্যমান হয় না।
ইরাক ১. চাঁদের বয়স ১০ ঘণ্টার বেশি,
২. সূর্যাস্তের সময় কৌণিক দূরত্ব ৫০-এর বেশি,
৩. সূর্যাস্তের সময় দিগন্ত রেখায় চাঁদের উচ্চতা ৩০-এর বেশি,
৪. সূর্যাস্ত ও চাঁদের অস্তের সময়ের পার্থক্য ১২ মিনিটের বেশি। বয়স কমপক্ষে ১৭-২৩ ঘণ্টা হতে হবে। উচ্চতা ৮০-১০০ হতে হবে। কৌণিক দূরত্ব ৯০-১২০ হতে হবে। সময়ের পার্থক্য ৪০ মিনিটের বেশি হতে হবে।
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন, তুরস্ক সউদী আরবকে অনুসরণ করে মাস গণনা করে। এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়।
নিউজিল্যান্ড, সুরিনাম নিকটতম দেশকে অনুসরণ করে-
নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে, সুরিনাম গায়ানাকে। নিজ নিজ অঞ্চলে চাঁদ তালাশ করা ওয়াজিব।
ক্যারাবিয়ান ও অনেক ইউরোপীয় দেশ প্রথম চাঁদ দেখতে পাওয়া মুসলিম দেশকে অনুসরণ করে মাস গণনা করে। এটা সঠিক পদ্ধতি নয়।
নাইজেরিয়া নির্দিষ্ট কোন পদ্ধতি অনুসরণ না করে বছর বছর মনগড়া নিয়মে মাস গণনা করে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিভ্রান্তির নেপথ্যে রয়েছে উলামায়ে সূ এবং বিভ্রান্ত শাসকগোষ্ঠী।
লিবিয়া যদি ছুবহে ছাদিকের পূর্বে অমাবস্যা সংঘটিত হয় তবে নতুন মাস শুরু করে। এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়।
দেশ চাঁদ দেখার মনগড়া পদ্ধতি গ্রহণযোগ্যতা
ওঝঐঘঅ- যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক দল কম্পিউটারে চাঁদ দেখে মাস নির্ধারণ
এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়।
কোন কোন দেশে পূর্বে ব্যবহৃত হয়েছে পালাক্রমে ২৯ ও ৩০ দিনে মাস নির্ধারণ এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর সূর্যাস্তের সময় চাঁদ ২০-র বেশি দিগন্ত রেখার উপর থাকলে, চাঁদের বয়স ৮ ঘণ্টা হলে এবং কৌণিক দূরত্ব ৩০-র বেশি হলে নতুন মাস শুরু করে। বয়স কমপক্ষে ১৭-২৩ ঘণ্টা হতে হবে। উচ্চতা ৮০-১০০ হতে হবে। কৌণিক দূরত্ব ৯০-১২০ হতে হবে। সময়ের পার্থক্য ৪০ মিনিটের বেশি হতে হবে।
যুক্তরাজ্যের একটি ইসলামিক দল কয়েকটি মাসে নিজের দেশে চাঁদ দেখা না গেলে আফ্রিকা এবং মরক্কোতে চাঁদ দেখা গেলে মাস গণনা করে। এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়।
বাংলাদেশ, পাকিস্তান, ওমান শরীয়ত গ্রহণযোগ্য পদ্ধতি অনুযায়ী অর্থাৎ খালী চোখে চাঁদ দেখে আরবী মাস শুরু করে। একমাত্র শরীয়ত সম্মত পদ্ধতি।
(চলবে)
-এবিএম রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদ দেখে সকল আরবী মাস শুরু করার গুরুত্ব
২৮ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (১৪)
২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (৮)
০৬ জানুয়ারি, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (২)
২৪ নভেম্বর, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (১)
১৭ নভেম্বর, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাহে রমাদ্বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি
২২ মার্চ, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শাবান শরীফ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র শবে বরাত ৭ই মার্চ
২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)