চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (২)
বাঁকা চাঁদ বা হিলাল দেখার শর্তসমূহ
, ০৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাদিস ১৩৯১ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আল হিলাল
হিলাল বা বাঁকা চাঁদ কোন কোন চন্দ্রমাসে ২৯ দিন পূর্ণ হওয়ার পর প্রথম দেখা যায়। আবার কোন কোন চন্দ্রমাসে ৩০ দিন পূর্ণ হওয়ার পর পশ্চিম আকাশে প্রথম দেখা যায়। পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী কোন চন্দ্রমাসে ২৯তম দিন শেষে আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না গেলে সে মাসটি ৩০ দিন গণনা করে পরবর্তী মাস শুরু করতে হবে। আর মহাকাশ বিজ্ঞানের কিছু তথ্যের বা শর্তের মাধ্যমে ২৯তম দিন শেষে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাব্যতা বিষয়ে সহজেই জানা যায়। তবে উক্ত শর্ত পুরোপুরি মিলে গেলেও চাঁদ দেখতে পাওয়ার আগাম ঘোষণা দেয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত খালি চোখে চাঁদ দেখতে পাওয়া না যাবে। মহাকাশ বিজ্ঞানের শর্তগুলো কেবল চাঁদ দেখতে সম্ভাব্যতাকেই প্রকাশ করে, নিশ্চিত চাঁদ দেখা বুঝায় না। তাই, মহাকাশ বিজ্ঞান অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার আকৃতিতে পৌঁছলেও শুধু সে তথ্য অনুযায়ী আরবী মাস শুরু করা যাবে না। খালি চোখে অবশ্যই চাঁদ দেখতে হবে।
ক) চাঁদের বয়স: অমাবস্যার পর থেকেই চাঁদের বয়স বাড়তে থাকে এবং এক সময় দিগন্তরেখায় চাঁদ দেখতে পাওয়া যায়। সাধারণভাবে ২৯তম দিন শেষে চাঁদ দেখতে পাওয়ার সর্বনিম্ন বয়স ১৭ ঘন্টা থেকে ২৩ ঘণ্টা। আর সে কারণেই চাঁদ দেখতে পাওয়ার জন্যে অন্যান্য অনেক শর্তসমূহের মধ্যে চাঁদের বয়স একটি শর্ত।
খ) চন্দ্র-সূর্যের কৌণিক দূরত্ব: অমাবস্যার সময় চাঁদ-সূর্যের কৌণিক ব্যবধান শূণ্য ডিগ্রি। অমাবস্যার পর চাঁদ যত সরে আসতে থাকে সূর্যের সাথে তার কৌণিক ব্যবধানও বাড়তে থাকে। বর্তমানে বায়ুম-লের দূষণ, আলোর দূষণ এবং ধূলাবালির কারণে চাঁদ সূর্য থেকে ৯০-১২০ পর্যন্ত সরে আসার পর চাঁদ দৃশ্যমান হয়। এই পরিমাণ কোণ তৈরি করতে চাঁদের সময় লাগে প্রায় ১৭ থেকে ২৩ ঘণ্টা।
গ) চাঁদের উচ্চতা: খোলা মাঠের দিকে তাকালে যেখানে আকাশটা যমীনের সাথে মিশে গেছে বলে মনে হয়, সে স্থানটিকে দিগন্তরেখা বা উদয় রেখা বলে। যে চাঁদ সূর্যাস্তের সময় দৃশ্যমান হবে সাধারণতঃ সে চাঁদকে ৮০-১০০ উচ্চতায় বা তার চেয়েও অধিক উচ্চতায় অবস্থান করতে হয়। যদি সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তরেখার ৮০-১০০ বা এর উপর অবস্থান করে, তাহলে সময়ের সাথে সাথে চাঁদ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং এভাবে নামতে নামতে কেবলমাত্র দিগন্তরেখা থেকে ৪০-৫০ উপরে অবস্থান করলে ২৯তম দিন শেষে চাঁদকে দেখা যায় বা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।
ঘ) চন্দ্রাস্ত ও সূর্যাস্তের সময়ের পার্থক্য: চন্দ্রাস্ত ও সূর্যাস্তের সময়ের পার্থক্য হয় যদি ৪২ মিনিট তবে প্রথম ১০ মিনিট এবং শেষ ১০ মিনিট চাঁদ দেখা যায় না। মধ্যবর্তী ২০ মিনিটের শেষ ১০ মিনিটের মধ্যে চাঁদ দেখার সম্ভাবনা থাকে। সুতরাং যখন চন্দ্রাস্ত এবং সূর্যাস্তের সময়ের পার্থক্য ৪২ মিনিট হয় তখন সময়কে ৪ ভাগ করে তৃতীয় ভাগে চাঁদ খোঁজার জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বাঁকা চাঁদ দেখার জন্য সাধারণতঃ ১৫-৩৫ মিনিট ধৈর্য্য ধরতে হয়।
একবার দেখে ফেললে চোখ সরিয়ে নিয়ে আবার তা দেখতে হবে।
সব সময় না হলেও সচরাচর ২৯ দিনের চাঁদ হয় চিকন এবং অবস্থান করে দিগন্ত রেখার খুব কাছে এবং
৩০ দিনের চাঁদ হয় তুলনায় বড় এবং অবস্থান করে উচ্চাকাশে।
নি¤েœ চাঁদ দেখার শর্তসমূহ ছকের মাধ্যমে তুলে ধরা
হলো :
চাঁদ দেখতে পাওয়ার কিছু শর্ত সূর্যাস্তের সময় অবস্থা
চাঁদের বয়স ১৭ থেকে ২৩ ঘণ্টা
চন্দ্র-সূর্যের কৌণিক দূরত্ব ৯০-১২০
চাঁদের উচ্চতা ৮০-১০০
চন্দ্রাস্ত-সূর্যাস্তের পার্থক্য কমপক্ষে ৪২ মিনিট
ঙ) আজিমাত (Ayimuth): চাঁদ প্রতি মাসে একই স্থানে দেখা যায় না। পশ্চিমের ডানে ও বামে সরে সরে আসে। যখন আজিমাত ২৭০০ বলা হবে তা হবে সরাসরি পশ্চিমে। ২৭০০ এর বেশি আজিমাত হলে চাঁদ খুঁজতে হবে পশ্চিমের ডানে এবং ২৭০০ এর কম হলে চাঁদ খুঁজতে হবে পশ্চিমের বামে।
উপরোক্ত শর্তগুলো মেনে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাব্যতা যাচাই করে কেবল বাংলাদেশ, পাকিস্তান ও ওমান ২৯তম দিন শেষে চাঁদ তালাশের আয়োজন করে থাকে। বাকি অন্যান্য দেশ সম্মানিত শরীয়ত বিরোধী বিভিন্ন মনগড়া পদ্ধতিতে আরবী মাস গণনা করে থাকে। (চলবে)
-এবিএম রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদ দেখে সকল আরবী মাস শুরু করার গুরুত্ব
২৮ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (১৪)
২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (৮)
০৬ জানুয়ারি, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (৩)
০১ ডিসেম্বর, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (১)
১৭ নভেম্বর, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাহে রমাদ্বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি
২২ মার্চ, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শাবান শরীফ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র শবে বরাত ৭ই মার্চ
২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)