গ্রেফতার আতঙ্কে ব্যবসায়ীরা, থমকে যেতে পারে ব্যবসার গতি
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
৫ আগস্টের পর গ্রেফতারদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। তবে সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদারসহ অনেক ব্যবসায়ী আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত সরকার ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ী গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। সরাসরি বড় পদে না থাকলেও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন কমিটিতে সক্রিয় ছিলেন তারা। ফলে কিছুটা হলেও ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রপ্তানিমুখী ব্যবসায়ী বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার আতঙ্কে আছি। কিন্তু আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকা- করিনি। যদি আইন প্রয়োগকারী সংস্থা আমার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ প্রমাণ করতে পারে, আমি বিনা দ্বিধায় যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতে রাজি। কিন্তু সঠিক তদন্ত বা প্রমাণ ছাড়া এটা করলে ক্রেতাদের কাছে এবং সমাজে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। ব্যবসা ক্ষতিগ্রস্ত করবে, যেখানে শত শত লোক কাজ করে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বিনিয়োগে ধীরগতি এবং নতুন বিনিয়োগে আস্থা ক্ষয় হওয়ার আশঙ্কা করছেন। তারা মনে করেন, বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত।
‘এটা ঠিক নয় যে সব ব্যবসায়ী দুর্নীতিগ্রস্ত বা রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে রাজনীতির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা দুর্নীতিবাজ- এটাও ঠিক নয়। আমরা বিষয়গুলো সাধারণীকরণ করছি, যা আমাদের ইমেজ সংকটে ফেলেছে।’ এ মন্তব্য করেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
তিনি বলেন, আমি সব সময় ন্যায়বিচার ও প্রকৃত অপরাধীর শাস্তির পক্ষে। যদি কোনো ব্যবসায়ী রাজনীতির সঙ্গে জড়িত থাকেন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেন, তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু ব্যবসা সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি দাবি করেন, ‘আমরা যদি ন্যায়বিচার নিশ্চিত করতে না পারি এবং কারখানা চালাতে না পারি তাহলে তা অর্থনীতি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে।’
‘সরকারকে আস্থার জায়গা তৈরি করতে হবে। কারণ আতঙ্কে থাকলে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে যাবে না। অন্তর্বর্তী সরকারকে একটা পরিষ্কার বার্তা দিতে হবে যে তারা কীভাবে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ করে দেবেন।’ বলেন ফজলে শামীম।
ব্যবসায়ী নেতারা মনে করেন তাদের রাজনীতি নয়, ব্যবসায়ী পরিচয় মূল্যায়ন করা উচিত। বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহিল রাকিব বলেন, ‘রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, একজন উদ্যোক্তাকে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে ব্যবসায়ী হিসেবে বিবেচনা করতে হবে। যদি একজন ব্যবসায়ীকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এটি তার প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে, যেখানে কয়েকশ বা হাজার হাজার লোক কাজ করে।’
‘অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়, যা সংস্থার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি তারা দোষী প্রমাণিত হয় তবে সংস্থা এবং জীবনধারণের জন্য নির্ভরশীল ব্যক্তিদের ক্ষতি না করে ব্যবস্থা নেওয়া উচিত।’ বলেন এ ব্যবসায়ী নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার ইউক্রেনের সঙ্গে ‘কৌশলগত সম্পর্ক’ গড়তে চায় সিরিয়া
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রএ মাসেই কয়েক দফা শৈত্যপ্রবাহ
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদপুরে ৭ মণ কচ্ছপ উদ্ধার
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, সংঘর্ষ, রণক্ষেত্র
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ.লীগের সুবিধাভোগীরা এসে কেঁদে দিয়ে বলে তারাও বঞ্চিত -আসিফ নজরুল
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতি একবারই স্বাধীন হয়, একাত্তরের সঙ্গে ২৪’র তুলনা চলে না -নুর
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কর্মকর্তা-কর্মচারীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ পবিত্র রজবুল আছম্ম মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢেলে সাজানোর আগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন গ্রহণযোগ্য নয় -টিআইবি
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিবিরের সম্মেলনে সারজিস, ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য -তারেক রহমান
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)