গাজায় হামলা থামাতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ওপর চাপ বাড়ছে -আল জাজিরা
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ওপর চাপ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন গত মঙ্গলবার সন্ত্রাসী ইসরাইলকে বলেছে, গাজা উপত্যকায় নির্বিচার হামলার জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমতে শুরু করেছে। এরপর থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের মিত্রদের অনেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ অন্যান্য মিত্রদেশ এক বিরল যৌথ বিবৃতিতে শত্রুতার অবসানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশগুলো গাজার বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ এলাকা কমে যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৩ দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও অন্য আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সমর্থন অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই মাসের বেশি সময় আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম প্রকাশ্যে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সমালোচনা করেছে।
গত মঙ্গলবার নির্বাচনী তহবিল সংগ্রহের এক প্রচার সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বলেছে, (দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের) প্রতি বিশ্বের অধিকাংশের সমর্থন ছিল। কিন্তু নির্বিচার বোমা হামলা চালিয়ে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নাম উল্লেখ করে বাইডেন বলেছে, তাকে (নেতানিয়াহু) সরকারে পরিবর্তন আনতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে গুরুত্ব দিয়েছে যে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল একটি ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে ‘না’ বলতে পারে না। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল সরকারের যারা দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাব নাকচ করছে, তাদের মধ্যে বেন-গভিরের নাম উল্লেখ করেছে সে।
যুদ্ধ শেষে কীভাবে গাজায় শাসন চলবে, সে বিষয়ে বাইডেনের সঙ্গে মত ভিন্নতা রয়েছে বলে জানিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সরকার গাজা থেকে সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করেছে। অবশ্য তেল আবিব প্রশাসনের কিছু সদস্য স্বীকার করেছে যে চলমান এই অভিযানের বৈধতা দিকটি শেষ হয়ে যেতে পারে।
চলতি সপ্তাহেই দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে পাঠাচ্ছে হোয়াইট হাউস। এ বিষয়ে বাইডেন বলেছে, জ্যাক সুলিভানের এই সফরে যুক্তরাষ্ট্রের দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়েও জোর দেওয়া হবে।
তবে এরপরও বিশ্লেষকদের মতে, গাজায় প্রাণহানি ঠেকাতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের প্রধানমন্ত্রীকে চাপ প্রয়োগের ক্ষেত্রে বাইডেনের আরও বেশি কিছু করা উচিত। এ বিষয়ে আল-জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলেরভেতরে বাইডেন নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয়। নেতানিয়াহুর ওপর বেশির ভাগ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলির আস্থা নেই।
বিশারার মতে, অবিলম্বে মানবিক সহায়তার জন্য যুদ্ধবিরতি বাস্তবায়নসহ গাজা নিয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলেরঅবস্থান পরিবর্তনে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে বাইডেনের জন্য এখনই উপযুক্ত সময়। তিনি বলেন, নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্রের অবস্থানকে গুরুত্ব না দেয়, তাহলে বাইডেনের উচিত হবে তার থেকে সমর্থন সরিয়ে নেওয়া।
এ বিষয়ে জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ চেকাউই বলেছেন, বাইডেন আর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বর্তমান সরকারের পক্ষে নেই। বিশেষত এমন ব্যক্তির সরকারে থাকা উচিত নয় বলে তিনি যখন ইতামার বেন-গভিরের নাম উল্লেখ করেন, তখন সেটি স্পষ্ট হয়।
মোহাম্মদ চেকাউইয়ের মতে, হামাস নির্মূলের লক্ষ্য অর্জনে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সুস্পষ্ট কৌশল না থাকা এবং গাজায় শহীদের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে তা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র তার ‘শেষ সীমায়’ পৌঁছে গেছে। তিনি বলেন, ‘নেতানিয়াহু যদি তার সামরিক অভিযান সম্পূর্ণ করতে আরও দুই মাস ডিসেম্বর ও জানুয়ারি তা চালিয়ে নিতে চায়, তাহলে তা এত বেশি সময় চালানো সম্ভব হবে বলে আমি মনে করি না। সে ক্ষেত্রে আমরা সম্ভবত ২০২৩ সাল শেষ হওয়ার আগে এই যুদ্ধের সমাপ্তি টানতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে, তা দেখতে পারি।’
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এই তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছে, হামাসকে পরাজিত করার বিনিময়ে ফিলিস্তিনের সব বেসামরিকের চলমান দুর্ভোগ চলতে পারে না।
পোপ ফ্রান্সিসও বুধবার আবারও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও ফিলিস্তিন উভয় দেশের নাগরিকদের দুর্ভোগ লাঘবের আহ্বান জানিয়েছে সে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্যমতে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলিবাহিনী গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা আরও অনেকের মৃত্যুর তথ্য এই হিসাবের বাইরে রয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ আরব দেশের ভূখণ্ডকে দখলদার ইসরায়েলে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ!
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে ইসরাইলে আতঙ্ক
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক যান ধ্বংসের দুর্দান্ত চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বিরুদ্ধে অভিযান: ইসরাইল শান্তির রং উপভোগ করতে পারবে না
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না : ট্রুডো
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেপালে ভূমিকম্পের পর এক ঘণ্টায় ৬টি আফটার শক
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করবে হামাস
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দখলদারদের সামরিক অবস্থানে রকেট ও মর্টার শেলিং অব্যাহত
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেনাঘাঁটিতে ফিলিস্তিনি যুবককে দেখে ভয়ে লুকিয়েছে ইসরাইলী সেনারা!
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে এইচএমপি ভাইরাসে আক্রান্ত ৩ শিশু
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রিকসের পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)