কৃষকদের না দিয়ে ডিলারদের আলুর বীজ দিচ্ছে বিএডিসি
, ৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে কৃষকদের আলুর বীজ দেয়ার কথা ছিল। কিন্তু দিনাজপুরের কৃষকদের সেই বীজ দেওয়া হয়নি। এতে চলতি বছর আগাম আলুর আবাদ পিছিয়ে গেছে। সময়মতো বিএডিসির আলুর বীজ না পাওয়ায় ১৫ দিন আগাম আলুর চাষাবাদ পিছিয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের। এমনকি টাকা দিয়েও ভালো মানের বীজ পাচ্ছেন। এমনকি বিএডিসি কখন বীজ সরবরাহ করবে, তাও জানেন না কৃষকরা। এ অবস্থায় আলু চাষ নিয়ে বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক। তবে কৃষকদের না দিলেও ডিলারদের বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএডিসির কর্মকর্তারা।
কৃষকদের অভিযোগ, তাদের বিএডিসি থেকে কোনও ধরনের আলুর বীজ সরবরাহ করা হয় না। ফলে বাড়তি দামে ডিলারদের কাছ থেকে কিংবা বেসরকারি কোম্পানির বীজ কিনতে হচ্ছে। সরকারিভাবে আলুর বীজের মূল্য সর্বোচ্চ ৬৪ টাকা কেজি, সেখানে বাইরে থেকে ৮২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পাশাপাশি থাকছে উৎপাদনের শঙ্কা।
সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের গৌরিপুর এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, কোনও বছরই বিএডিসি থেকে আমাদের আলুর বীজ সরবরাহ করা হয় না। বারবার বিএডিসি অফিসে যোগাযোগ করলেও কাজ হয় না। এবারও সময়মতো বীজ পাইনি আমরা। বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে।
দুই একর জমির জন্য একটি কোম্পানির কাছ থেকে বীজ কিনেছি জানিয়ে এই কৃষক আরও বলেন, সেই আলুর বীজ রোপণ করছি। বারবারই দাবি করেছি যেন বিএডিসি থেকে বীজ দেওয়া হয়। কিন্তু দিচ্ছে না।
সদরের উলিপুর, মাশিমপুর, আউলিয়াপুর, ঘুঘুডাঙ্গা, গৌরীপুর এলাকা আগাম আলু চাষের জন্য পরিচিত। ইতিমধ্যে অনেক কৃষক বীজ রোপণ করেছেন। আবার অনেকে জমি প্রস্তুত করে ফেলে রেখেছেন। বীজ সংকটে রোপণ করতে পারছেন না। সরকারি প্রতিষ্ঠান বিএডিসিতে ধরনা দিয়েও কোনও কাজ হচ্ছে না।
আউলিয়াপুর এলাকার কৃষি উদ্যোক্তা ফরিদুল ইসলাম বলেন, বিএডিসি থেকে বীজ দেওয়া হয় না আমাদের। অথচ সরকারিভাবে বীজ দেওয়ার কথা ছিল। শুধু কাগজে-কলমে লেখা বীজ দেওয়া হয়। সত্যিকার অর্থে কৃষকদের কোনও উপকার করছে না বিএডিসি। ফলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে বীজ কিনছি আমরা। এতে ফলন নিয়ে শঙ্কা থেকে যায়। কারণ অনেক বীজ নষ্ট হয়। সাইসাইন জাতের আলুর বীজের কেজি ৮০-৮২, সেভেন ফর সেভেন জাতের আলুর বীজ ৬২-৬৪ টাকা কেজি দরে কিনছি।
এ ব্যাপারে জানতে চাইলে বিএডিসির জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, আলুর বীজ কৃষক এবং ডিলার উভয় পর্যায়ে বিক্রি করা হয়ে থাকে। তবে আগে ডিলারদের দেওয়া হয়। এরপর কৃষকদের আবেদনের ভিত্তিতে তাদের দেওয়া হয়।
কৃষকদের অগ্রাধিকার না দিয়ে ডিলারকে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ৩ সেপ্টেম্বর থেকে ডিলারদের মাঝে বীজ বিতরণ শুরু হয়েছে। কৃষকদের মাঝে সরবরাহের কথা ছিল ২৩ সেপ্টেম্বর থেকে। এত দেরিতে কৃষকদের কেন বীজ দেওয়া হলো প্রশ্নের জবাবে তিনি বলেন, এভাবেই দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খবরের কাগজে খাবার খেলে যা হয়
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিম্ন জন্মহার : চীনে বন্ধ হয়ে যাচ্ছে কিন্ডারগার্টেন স্কুলগুলো
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভূঁইফোড় ৬ প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ৩৬৭ কোটি টাকা লোপাট
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৈয়দপুর রেলবিভাগের সম্পত্তি দখল বিক্রয় চলছেই
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাফল্যেই ভারতের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত’
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান ইসি কর্মকর্তারা
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩১ দফা সংস্কার প্রস্তাব ও নির্বাচনের দাবিতে বিএনপির কর্মসূচি
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যাসিস্টদের বিচারের আগে মৃত্যুদ-ের বিধান রহিত করা হবে না -আইন উপদেষ্টা
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো -স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘চিকিৎসা না পেলে ছেলেটা আর বাঁচবে না’-এ আশংকা আহত জাহেদুলের পিতার
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)