উজ্জীবিত আনসার আল ইসলাম, চিন্তায় গোয়েন্দারা
, ২৫ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর

আদালত চত্বর থেকে মৃত্যুদ-প্রাপ্ত দুই সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে নামটি বড় হয়ে উঠে আসছে সেটি হলো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলাম। আদালত চত্বর থেকে সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার ঘটনাকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম। আর এ ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে ঘটিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দেশে বর্তমানে যতগুলো সন্ত্রাসী সংগঠন সক্রিয় রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী আনসার আল ইসলাম। সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মেজর জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হচ্ছে। দীর্ঘ দিন ধরে সংগঠনটি নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করে আসছিল।
গোয়েন্দারা বলছেন, আদালত থেকে সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাদের প্রাথমিক লক্ষ্য সফল হয়েছে। এ ঘটনায় সংগঠনটির টপ টু বটম উজ্জীবিত হয়েছে। এই উৎসাহ ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সংগঠনটি বড় কিছু করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার কোনো নির্দেশনা আনসার আল ইসলাম পেয়েছে কি না সে বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।
সন্ত্রাসী দমনে কাজে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী এমন বেশ কয়েকটি বাহিনীর ইউনিটের সঙ্গে কথা বলে জানা গেছে, আনসার আল ইসলামকে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার বাংলাদেশি শাখা (একিউআইএস) বলা হয়। সম্প্রতি আনসার আল ইসলামের কার্যক্রমের ধরন দেখে গোয়েন্দারা সন্দেহ করছেন আল-কায়েদা থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পেয়ে মাঠে নেমেছে তারা। বড় কিছু করার উদ্দেশ্যে পুরাতন ও বিশ্বাসযোগ্য সদস্যদের যে কোনো মূল্যে কাছে পেতে চাচ্ছে সংগঠনটি। তবে ঠিক কী নির্দেশনা আনসার আল ইসলামের কাছে এসেছে তা এখনও নিশ্চিত নয়। তবে গোয়েন্দারা মনে করছেন কোনো নির্দেশনা আনসার আল ইসলামের কাছে হয়তো এসেছে, আর সেই অনুযায়ী সংগঠনটি কাজ করে যাচ্ছে।
যে কারণে হুমকি:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সূত্র বলছে, দুই সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিগত কয়েক বছর ধরে নিজেদের পুরোনো ও প্রশিক্ষিত সদস্যদের একত্রিত করে বড় কোনো সন্ত্রাসী কার্যক্রম করার জন্য চেষ্টা করে আসছে সংগঠনটি। নিজেদের সদস্যদের ছিনিয়ে নেওয়ার এই পরিকল্পনা হয় তিন মাস আগে। সে চেষ্টা সফল হওয়ায় আদর্শিক ও মানসিকভাবে চাঙ্গা অবস্থানে রয়েছে আনসার আল ইসলাম। বড় কোনো সন্ত্রাসী কার্যক্রম করার মতো শক্তি ও সদস্য ইতোমধ্যে সংগঠনটি সংগ্রহ করে ফেলেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, আনসার আল ইসলামের উজ্জীবিত ও আবারও সংগঠিত হওয়ার ঘটনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের ঘটনা প্রমাণ করে এরা এখন যেকোনো কাজ করে ফেলতে পারবে। আমাদের আশঙ্কা আদালত থেকে সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার সফলতাকে কাজে লাগিয়ে তারা এখন অপারেশন লেভেলের কিছু করতে পারে বা করার পরিকল্পনা করছে। অপারেশন লেভেলের কার্যক্রমের মধ্যে তারা হয়তো বড় কোনো সন্ত্রাসী কার্যক্রম, সেটা হামলা কিংবা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করতে পারে।
এ বিষয়ে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, জামিনে বের হওয়া সন্ত্রাসীদের অধিকাংশই এখন পলাতক। পলাতকদের অধিকাংশ আবার আনসার আল ইসলামের সদস্য। আনসার আল ইসলামের সদস্যদের এই প্রবণতা এই বছরের শুরুতেই লক্ষ্য করা গেছে বেশি। তাদের গ্রেপ্তারে এবং তাদের উদ্দেশ্য জানার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করে যাচ্ছে। আশা করা যায় দ্রুত এ বিষয়ে সফলতা পাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মেজর জিয়াই এখন বড় হুমকি:
আদালত প্রাঙ্গণ থেকে দিনে-দুপুরে দুই সন্ত্রাসী সদস্য ছিনতাইয়ের ঘটনায় আবারও আলোচনায় একাধিক হত্যা মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়াউল হক ওরফে মেজর জিয়া। যাকে গোয়েন্দা জালে ফেলে অনেকবার কাছে গিয়েও ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দারা বলছেন, আনসার আল ইসলামের এই সামরিক শাখার প্রধান এখনও সবচেয়ে বড় হুমকি। তার নির্দেশ এবং পরিকল্পনায় আনসার আল ইসলামের সকল কার্যক্রম চলছে।
গোয়েন্দারা বলছেন, জিয়া অনেক সন্ত্রাসী ঘটনার মাস্টারমাইন্ড। সে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আনসার আল ইসলামের সক্রিয়তা বন্ধ করা যাবে না। ধারণা করা হচ্ছে সে এখন পর্যন্ত দেশেই রয়েছে। তাকে গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফলস ফ্লাগ নাটকে পর্যটকদের হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা’
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫ থেকে ১০ হাজার টাকা দিয়ে রাতে চোরাগোপ্তা মিছিল করাচ্ছে আ’লীগ
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, পেন্টাগনের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারাদেশে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৪২
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমন্ত মেয়েকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলো মা
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাধারণ নাগরিকের জন্য বিচার প্রক্রিয়া আরও সহজলভ্য করতে হবে -প্রধান বিচারক
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা চারদিন বইছে তাপপ্রবাহ, বাড়ছে গরম
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)