ইফতারে বেড়েছে কদর, বগুড়ায় দই বিক্রির ধুম
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আশির, ১৩৯২ শামসী সন , ২৪ মার্চ, ২০২৫ খ্রি:, ৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর

বগুড়া সংবাদদাতা:
শতবর্ষের ঐতিহ্য আর খাঁটি দুধের মিশেলে তৈরি দইয়ের জন্য বিখ্যাত বগুড়া। যা শুধু এখন বগুড়াতেই সীমাবদ্ধ নেই, বরং ঢাকাসহ দেশের নানা ইফতার বাজারেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। দোকান ছাড়াও অনলাইনে মিলছে এই দই।
সম্প্রতি বগুড়া রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়ার সরার দইকে জিআই পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। ফলে বগুড়ার দই বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে বিশ্বে এটির মর্যাদা যেমন বেড়েছে, তেমনি রপ্তানিতেও সুবিধা মিলবে।
দই ব্যবসায়ীরা জানান, গরুর খাঁটি দুধের সর থেকে দই তৈরি হয়, কোনো কৃত্রিম সংযোজন ব্যবহার করা হয় না। দইয়ের ঘনত্ব বজায় রাখতে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে জমিয়ে তারপর বাজারজাত করা হয়। এই নিখুঁত প্রক্রিয়ার জন্যই বগুড়ার দই দেশের অন্যান্য অঞ্চলের দইয়ের তুলনায় সুস্বাদু ও স্বাস্থ্যকর বলে বিবেচিত।
একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ায় রমাদ্বান শরীফ মাস এলেই বেড়ে যায় টক দইয়ের চাহিদা। যে কারণে বিভিন্ন শোরুম ছাড়াও মুদি দোকান, রাস্তায়, ফেরি করে, পাড়া-মহল্লায় অস্থায়ী টেবিলে করে বিক্রি হয় এটি। দোকানে ৭০-২৮০ টাকায় টক ও ভিন্ন স্বাদের দই বিক্রি হয়। আর ফুটপাতে আকারভেদে ৬০-১৮০ টাকায় একই ধরনের দই মেলে। তবে ফুটপাতের দই ঘনত্বের দিক থেকে কিছুটা পাতলা হলেও রোযাদার ব্যক্তিদের জন্য ইফতারে সেটির আকর্ষণ আছে। এখন চাহিদা বেড়ে যাওয়ায় টক দইয়ের সরবরাহ দিতে পারছেন না দই ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র এক রমাদ্বান শরীফ মাসেই জেলায় প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ লাখ টাকার টক ও সাদা দই বিক্রি হচ্ছে। এই হিসেবে পুরো মাসজুড়ে প্রায় ৮-১০ কোটির টাকার দই বিক্রি হবে। যা অন্যান্য সময়ের তুলনায় প্রায় তিন থেকে চারগুণ বেশি। তবে এই হিসেবের বাইরে মৌসুমি ব্যবসায়ীরা রয়েছেন। এদের হিসেব যোগ করলে বিক্রির টাকার অংকটা আরও বেড়ে যাবে।
শহরের হিরোন নামের একজন ব্যবসায়ী জানান, দই তৈরির সময় যতটা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। চাহিদা প্রচুর রয়েছে। তিনি বাড়িতে স্বল্প পরিসরে দুইশ পাত্রের কিছু বেশি সাদা দই তৈরি করে নবাববাড়ি সড়কে ফুটপাটে বসেছিলেন। মাত্র এক ঘণ্টার মধ্যে সব দই শেষ হয়ে যায়।
তিনি বলেন, রমাদ্বান শরীফ মাসে দইয়ের প্রচুর চাহিদা রয়েছে। চাহিদামতো সরবরাহ করা যায় না। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন দইয়ের দামও বেড়েছে। ফুটপাতে লম্বা ডুঙ্গিতে (পাত্র) টক ও সাদা দই মিলছে ৭০-২০০ টাকার মধ্যে। ঈদের আগে এই চাহিদার সঙ্গে দামও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বগুড়া আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসেন আলী আলাল জানান, তার প্রতিষ্ঠানে তৈরি দই আমেরিকায় গেছে বেশ কয়েকবার। তবে এটি বাণিজ্যিকভাবে নয়। প্রবাসীরা বগুড়ায় এলে তাদের স্বজনদের জন্য দই নিয়ে যান। তিনি মনে করেন, এই খাদ্যপণ্য রপ্তানিতে সরকারি প্রণোদনার দরকার। প্রয়োজন ভ্যাট-ট্যাক্স ছাড় ও সংরক্ষণ ব্যবস্থায় সহায়তা।
টক দই কিনতে আসা আবুল কাদের বলেন, সারাদিন পর রোযার ক্লান্তি দূর করতে সাদা দইয়ের ঘোল খুব উপকারী। পরিবারেরও সবার পছন্দের।
চিনিপাতা দইয়ের মালিক মুক্তার আলম জানান, মূলত দুধ আর চিনির মানের ওপর নির্ভর করে এ খাবার। বগুড়ায় প্রতিদিন গড়ে অন্তত ৩০ টন দই তৈরি হয়, যা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তবে ছুটির দিনগুলোতে আরও অন্তত ১০ টন দইয়ের চাহিদা বেড়ে যায়। উৎসবের দিনগুলোতে এ চাহিদা আরও বৃদ্ধি পায়। এখন মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে মিষ্টি দইকে এড়িয়ে চলেন। তাদের চাহিদায় প্রথমেই থাকে টক অথবা সাদা দই। অন্য সময়ের চেয়ে রোযার মাসে এই দই নিতে রীতিমতো লম্বা লাইন দিতে হয় ক্রেতাদের।
বগুড়া শহরের খান্দার এলাকায় ভাঁড়ে করে দই বিক্রি করেন জামাল হোসেন। তিনি রমাদ্বান শরীফে প্রতিদিন ১৫ হাজার টাকার মতো টক দই বিক্রি করেন। নিজের ভ্যান ছাড়াও অটোভ্যানে করে দই নিয়ে আসেন। মাত্র ২ থেকে ৩ ঘণ্টা সময়েই সব দই বিক্রি করে বাড়ি ফিরে যান। জামাল বলেন, এবার দইয়ের দাম ১০-২০ টাকা করে বেড়েছে। তারপরও ক্রেতার চাহিদা কমেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদে ঢাকা ছাড়বে পৌনে ২ কোটি মানুষ
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে যানজট, ভোগান্তি চরমে
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফের সাক্ষাৎ
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ ফিরিয়ে আনতে পাসপোর্ট অফিসের সামনে সমাবেশ
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনলাইনে ইউনূসের মানহানিকর ছবি, কৃষক লীগ নেতা গ্রেফতার
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে রেমিট্যান্সের পালে হাওয়া, ভাঙতে পারে রেকর্ড
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত সম্পন্ন
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধান উপদেষ্টার চীন সফরে চুক্তি নয়, এমওইউ সই হবে -পররাষ্ট্র উপদেষ্টা
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাসনাত বা সারজিস একজন মিথ্যা বলছেন -হান্নান মাসউদ
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি সীমা লঙ্ঘন করেছেন
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সব মতবিরোধ জনসমক্ষে আনতে হয় না -শাহদীন মালিক
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)