১০০ টি চমৎকার ঘটনা
অবিচল ঈমানের উপমা
ঘটনা-৫৫
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। সে অভিযানে সেনাপতির দায়িত্বে ছিলেন বয়সে তরুণ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
ঘটনাক্রমে তিনি মুসলিম সৈন্যদলসহ রোম সাম্রাজ্যের বিশাল বাহিনীর হাতে বন্দী হন। মুসলিম সেনাপতিসহ বন্দিদের সবাইকে সম্রাটের সামনে হাযির করা হয়।
রোম সম্রাটের সঙ্গে মুসলিম সেনাপতির যখন কথোপকথন হয় তখন রোম সম্রাট মুসলিম সেনাপতির তেজোদ্দীপ্ত ঈমানী জবাবের কাছে হেরে যায়। যে কারণে রোম সম্রাট মুসলিম সেনাপতিসহ যুদ্ধে অংশগ্রহণকারী ছাহাবীগণ উনাদেরকে সসম্মানে মুক্তিপ্রদান করে। সুবহানাল্লাহ!
সেই রোম সম্রাট ছিল খ্রিস্টান। সে মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বীরত্বপূর্ণ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে উনাকে দু’টি প্রস্তাব দেয়।
সে বলে, ‘যদি আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তবে আমি আমার রাজত্বে আপনাকে অংশীদার করবো। সম্রাটের ধারণা ছিল- তরুণ সেনাপতি হয়তো অর্থ-সম্পদ, প্রভাব ও ক্ষমতার মোহে তার প্রস্তাবে রাজী হয়ে যাবেন।
কিন্তু রোম সম্রাটের এ কথাটি জানা ছিল না যে, যিনি একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সান্নিধ্য মুবারক লাভে ধন্য হন, পবিত্র কুরআন শরীফ উনার আলো হৃদয়ে ধারণ করেন, সারা দুনিয়ার বিনিময়েও তাকে দ্বীন ইসলাম থেকে দূরে সরানো যায় না। সুবহানাল্লাহ!
মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তৎক্ষণাৎ রোম সম্রাটের এ প্রস্তাব মুখের ওপর প্রত্যাখ্যান করলেন। রোম সম্রাটের জন্য এটি ছিল মারাত্মক অপমানজনক বিষয়। রাগে ও ক্ষোভে সম্রাট মুসলিম সেনাপতিকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে ও বর্ষা নিক্ষেপ করে মৃত্যুদ- কার্যকরের নির্দেশ দিল।
ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হলো। রাজ দরবারে পিনপতন নীরবতা বিরাজ করছে। নিয়ে আসা হলো মুসলিম সেনাপতিকে। উনার সামনে যখন নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে, তখনও তিনি তেজোদ্দীপ্ত ঈমানে অটল, অবিচল। ভয়, অস্থিরতা, ব্যাকুলতা ও দুশ্চিন্তার সামান্যতম চিহ্নও উনার মাঝে নেই।
সম্রাট সবই খেয়াল করলো আর মনে মনে ভাবতে লাগলো, এই মুসলিম সেনাপতি উনাকে অপমানিত করার শাস্তি হিসেবে ফাঁসি উপযুক্ত নয়। বরং আরও কঠোর ও কঠিন শাস্তি দিতে হবে। যা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। নিশ্চিত জ্ঞান হারাবে সাধারণ মানুষ।
সম্রাট ভেবেচিন্তে পুনরায় তার লোকদের নির্দেশ দিল, ‘একটি বড় পাত্রে পানি গরম করো।’ নির্দেশ মুতাবিক একটি বড় পাত্রে পানি গরম করা শুরু হয়। আগুনের তাপে পানি টগবগ করতে শুরু করে।
এবার মুসলিম সেনাপতি ও উনার সৈন্যদলের মনোবল ভেঙ্গে দেয়ার উদ্দেশ্যে উনাদের চোখের সামনেই একজন মুসলিম সৈন্যকে ফুটন্ত পানিতে ছেড়ে দেয়া হলো। ফুটন্ত পানিতে ফেলার সঙ্গে সঙ্গে উনার হাড় থেকে গোশতগুলো মুহূর্তেই খসে পড়লো। এভাবেই একজনকে নির্মমভাবে শহীদ করা হলো। নাঊযুবিল্লাহ!
সম্রাট এবারও লক্ষ্য করলো, নির্যাতনের এই বীভৎস দৃশ্য মুসলিম সেনাপতিসহ উনার সব সাথীরাই নিজ চোখে দেখলেন কিন্তু উনাদের চেহারায় কোনো ভয় বা আতংকের লেশমাত্র নেই!
এ অবস্থা দেখে সম্রাট নিজেই বিচলিত হয়ে যাচ্ছিলো। সে পুনরায় মুসলিম সেনাপতি উনার উদ্দেশ্যে বললো-
হে সেনাপতি! আপনি তো আপনার সঙ্গীর প্রতি বীভৎস নির্যাতন দেখলেন। এখনও সময় আছে, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করুন; না হলে আপনাকেও এ পরিণতি ভোগ করতে হবে।
মুসলিম সেনাপতি মোটেও বিচলিত হলেন না। তিনি ভাবলেশহীনভাবে উত্তর দিলেন, ‘আমি ফুটন্ত পানিতেও প্রাণ দিতে প্রস্তুত আছি। কিন্তু পবিত্র দ্বীন ইসলাম ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়।’
এবার রোম সৈন্যরা মুসলিম সেনাপতিকে হাত-পা বেঁধে ফুটন্ত পানির পাত্রের কাছে নিয়ে আসলো। ফুটন্ত পানির পাত্রে মুসলিম সেনাপতিকে ফেলে দেয়ার ঠিক আগ মুহুর্তে তিনি কেঁদে ফেললেন। এটা দেখে রোম সম্রাট বিস্মিত হয়ে গেলো এবং সাথে সাথে সে তার সৈন্যদেরকে থামতে বললো।
সম্রাট মুসলিম সেনাপতির কাছে জানতে চাইলো- ‘আপনি যে কাঁদলেন, এর কারণ কি? আপনি কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে আমার শর্ত গ্রহণ করবেন?'
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিকাহ বা বিবাহের ফযীলত (১৯)
০৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিম চর্চায় কতবেশি মনোযোগ!
০৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু সন্তান জন্ম গ্রহণের ৭ম দিনে সুন্দর অর্থবোধক নাম রাখা
০৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেনমোহর নিয়ে কিছু কথা.... (১)
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (১)
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতিহাস কথা বলে: নারী নির্যাতনের সাথে বিধর্মীদের সম্পৃক্ততার অনুসন্ধানে
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাত-পা, চেহারা খোলার মাধ্যমে অবশ্যই সৌন্দর্য প্রকাশ পায়
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতিহাস কথা বলে- ‘বোরকা’ বাঙালি মুসলমানদের আদি সংস্কৃতি
৩১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আপনি চান, আপনার সন্তান সুশ্রী এবং সুন্দর হয়ে জন্মগ্রহণ করুক?
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শৈশবকাল থেকেই সন্তানকে ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ সম্পন্ন হওয়ার শিক্ষা দান করতে হবে
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘শরয়ী পর্দা’ মেয়েদের অন্তরের পবিত্রতার সাথে সাথে বাহ্যিক সৌন্দর্য্য ও পরিচ্ছন্নতা বজায় রাখে
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)