অনুদানের টাকা কোথায়, জানতে চান বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
, ১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
২০২৩ সালের ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বঙ্গবাজার মালিক সমিতির ফান্ডে ৬ কোটি ২১ লাখ টাকা অনুদান আসে। সপ্তাহখানেকের মধ্যে মোট ২১ কোটি ১৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ২৯৬১ জন ব্যবসায়ীর মাঝে বণ্টন করার কথা ছিল। কিন্তু বছর পেরিয়ে গেলেও অনুদানের কোনও টাকাই দেওয়া হয়নি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বঙ্গবাজারের অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত অন্তত ১০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখন পর্যন্ত কোনও সহযোগিতা পাননি। এমনকি তাদের সহযোগিতার জন্য আসা অনুদানও তারা পাননি। তবে কর্মচারীরা এবং অল্প সংখ্যক ছোট ব্যবসায়ী সামান্য কিছু তাৎক্ষণিক আর্থিক সহায়তা পেয়েছেন। প্রশ্ন হলো– ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দেওয়া অনুদানের টাকা কোথায় গেলো? কেন সেই টাকা ব্যবসায়ীদের মাঝে বণ্টন করা হয়নি তা জানতে চায় বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন দোলন গার্মেন্টসের মালিক মুহিন। তিনি বলেন, ‘আমার ২১৮৫-৮৬-৮৭ এই তিনটি দোকান পুড়েছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বছর পার হলেও এখন পর্যন্ত কোনও সহযোগিতা পাইনি। শুনেছি প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমাদের সহযোগিতা করার জন্য টাকা দিয়েছে। সেই টাকাও আমরা পাইনি। পরিবার চালাতে আমরা এখন হিমশিম খাচ্ছি। একেকজনের কাঁধে লাখ লাখ টাকার ওপরে ঋণ। কারও ঋণের পরিমাণ আরও বেশি। বঙ্গবাজারে আমরা যারা ব্যবসা করতাম, তাদের সবার কাঁধেই ঋণের বোঝা।
এই ব্যবসায়ী আরও বলেন, পত্র-পত্রিকা এমনকি টিভিতেও শুনলাম প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমাদের সহযোগিতা করার জন্য টাকা দেওয়া হয়েছে। তখন মালিক সমিতির জহির ভাই আমাদের বললো, তোমাদের সবার জন্য অনুদান এসেছে। যার যত ক্ষতি হয়েছে বা যতটা দোকান ছিল সেই হিসাব করে অনুদানের টাকা দেওয়া হবে। কিন্তু পরে এর কানাকড়িও পাইনি।
এর আগে, অনুদানের বিষয়ে বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ৯ কোটি টাকা দিয়েছেন কর্মচারীদের জন্য, দোকান মালিকের জন্য ছিল না। তা কর্মচারীদের দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ সাবেক প্রধানমন্ত্রীর ১৫ কোটি টাকা সমন্বয় করে বণ্টন করা হবে। এছাড়া সমিতির ফান্ডে ক্ষতিপূরণ বাবদ আরও ৬ কোটি ১৩ লাখ টাকা আছে। মোট ২১ কোটি ১৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ২৯৬১ জন ব্যবসায়ীর মাঝে বণ্টন করে দেবো।
বঙ্গবাজার দোকান মালিক সমিতির তৎকালীন একজন সদস্য বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে গেছে। সেই টাকার কোনও হদিস নেই। তবে ফান্ডে যে টাকা আছে তা কেউ নিতে পারে নাই। ফান্ডে বর্তমানে ৭ কোটি টাকার বেশি আছে। সেটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বণ্টন করলে তারা একটু স্বস্তি পাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই বাঘাইড়ের দাম ৩ লাখ টাকা
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিলামে উঠছে এমপিদের জন্য আনা বিলাসবহুল ৩০ গাড়ি
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চপদস্থ বাংলাদেশি সেনাকর্মকর্তার বিরল সফর পাকিস্তানে
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী সপ্তাহে তীব্র শীতের পূর্বাভাস
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পায়রা বন্দরের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচয় জানতে চাওয়ায় হামলা, ৫ পুলিশ সদস্য আহত
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কমিশনের প্রতিবেদন নতুন বাংলাদেশের একটা চার্টার হবে -প্রধান উপদেষ্টা
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন ৪ সংস্কার কমিশন প্রধান
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চাই -আসিফ নজরুল
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে -আইজিপি
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদালতে দোষী হলেও জনতার কাছে আ’লীগের নেতাকর্মীরা বীর -নাছিম
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)